সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান আসছেন—বিসিবির মিডিয়া ম্যানেজারের এমন খুদে বার্তার পরই সবার মধ্যে জল্পনা-কল্পনার শুরু। তবে কি কানপুরেই শেষ হচ্ছে সাকিবের ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার! সাকিব এলেন। ২১ মিনিটের সংবাদ সম্মেলনে জানিয়ে গেলেন, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট ছাড়তে যাচ্ছেন তিনি।
আর যুক্তরাষ্ট্রেই খেলে ফেলেছেন ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলবেন, সেখানে পারফর্ম করলে ডাক পেলে সেটাও বিবেচিত হতে পারে! আপাতত দুই সংস্করণ নিয়ে তার সিদ্ধান্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে সাকিব কি দেশে ফিরতে পারবেন—এমন প্রশ্ন আছে সাকিবের মনেও। সাকিব বলেছেন, বিষয়টি তার ওপর নেই। তিনি বলেন, ‘এখন পর্যন্ত তো আমি (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে তৈরি আছি। যেহেতু দেশে একটা পরিস্থিতি আছে, স্বাভাবিকভাবে সবকিছু তো আমার ওপর না। এ জিনিসগুলো আমি বিসিবির সঙ্গে আলাপ করেছি। তাদেরকে বলা হয়েছে, টেস্ট ক্রিকেট নিয়ে আমার কি পরিকল্পনা।’
দেশে ফিরতে পারলে অক্টোবরে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন সাকিব। তার নামে হত্যা মামলা থাকায় দেশে ফিরতে যত ভয় সাকিবেরও, ‘যদি সুযোগ থাকে, আমি যদি দেশে গিয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ ম্যাচ। তারা বিষয়গুলো জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে আয়োজন করা যায়। যেন, আমি সেখানে গিয়ে খেলতেও পারি এবং নিরাপদ অনুভব করি।’ শুধু দেশে ফেরাই নয়, প্রয়োজন হলে যেন বাইরেও যেতে পারেন—এমন নিরাপত্তাও চেয়েছেন ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার, ‘একই সঙ্গে দেশের বাইরেও যখন আসতে হবে, তখন যেন আসতে পারি। আমার যেন কোনো সমস্যা না হয়।’
সাকিবের সঙ্গে আলাপের পর বিষয়গুলো নিয়ে কাজ করছে বিসিবিও। সাকিব সেটা নিশ্চিত করে বলেন, ‘বোর্ড এ বিষয়গুলো খেয়াল করছে এবং যারা রিলেটেড আছে, তারা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি। তারা আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে ভালোভাবে খেলে টেস্ট সংস্করণটা ছাড়তে পারব।’
আপনার মতামত লিখুন :